Posts

গল্পঃ সাদা পরী।

Image
গল্পঃ সাদা পরী পর্ব নংঃ ১ . সবে মাত্র ডিপ্লোমা কমপ্লিট করলাম। ইন্টার্নি ও শেষ করলাম। আপাতত তেমন কিছুই করছিনা। বাইক নিয়ে রাস্তা মাপি আরকি। অনেক দিন হয়ে গেলো বি এস সি টা করা দরকার। কিন্তু বাংলাদেশে করার ইচ্ছে নেই। তাই বাহিরে করার ইচ্ছে। আমার ইচ্ছে ছিলো নিউজিল্যান্ড যাওয়ার কিন্তু অনেকদিন ছিলাম বসে টুকটাক কাজ করতাম শিপইয়ার্ড এ। শেষমেশ ঠিক করে।ফেললাম। নেট এ একটা ভালো কলেজ সিলেক্ট করলাম আর সেটা নিউজিল্যান্ড এই। বাসা থেকে বের হলাম বিদায় নিলাম। আ ব্বু আমার সাথে এয়ারপোর্ট এ এসেছিলেন এগিয়ে দিতে। রাত ৯ টায় ফ্লাইট। ফ্লাইটের কিছুক্ষন আগেই আব্বুকে বিদায় জানিয়ে ভিতরে গেলাম।প্লেন তখনও যাত্রা শুরু করেনি।আম্মুর সাথে কথা বলে নিলাম আমি ঠিক আছি। সন্তানের জন্য বাবা মায়ের চিন্তার অভাব নেই তাই কথা বলে তাকে নিশ্চিন্ত করলাম। তার কিছুক্ষন পরেই যাত্রা শুরু।জীবনের প্রথম প্লেন যাত্রা সজাগ থেকেই কাটিয়ে দিয়েছিলাম। . শেষমেশ পৌছালাম নিউজিল্যান্ড এর ওয়েলিংটন এয়ার পোর্টে। সেখানে বের হতেই একজন আমাকে মেহেদী বলে ডাক দিলো তাকাতেই দেখলাম একজন লোক মোটামুটি বয়স ৪৫+ হবে। উনি বাংলাদেশী না নিউজিল্যান্ড এর বুঝতেই পারছিলাম না চ...
Image
অভিমানী মেয়েটি... এই রিকশা যাবে? ডাক দিলো মেহেদী। বৃষ্টি হচ্ছে প্রচন্ড তার পরে আবার বাজ পড়ছে।অন্য রকম একটা মূহূর্ত ভালোই লাগছে তার বৃষ্টির মধ্যে রিকশায় চড়তে। কল্পনা বিলাসী একটা সরল ছেলে মেহেদী। মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে সে । বুকে হাজার স্বপ্ন নিয়ে এসেছে এই ঢাকায়। ঢাকা ভার্সিটিতে পড়ে সে আড্ডা দেয় খুব কম। নেশা করে না, কারো সাথে খারাপ ব্যাবহার করে না। যাই হোক বাসায় পৌছালে ভাড়া দিয়ে ঢুকে পড়ল।  . রাতে অচেনা একটা নাম্বার থেকে ফোন আসল রিসিভ করে হ্যালো হ্যালো করছে কিন্তু কোন শব্দ নেই। রাগ হয়ে কেটে দিল সে। ১ সপ্তাহ ধরে ওই নাম্বার থেকে ফোন আসে কিন্তু কেউ কথা বলে না। পরের দিন ক্লাস এ গেল ক্লাস করে ফ্রেন্ড দের সাথে কিছুক্ষন গল্প করার পর বাসায় চলে আসল। . আজকে আবার সে নাম্বার থেকে ফোন আসল রিসিভ করেই প্রশ্ন হ্যালো আপনি কি কথা বলতে জানেন না? হ্যা জানি। (ফিমেইল ভয়েস) কে আপনি? আর কেনই বা ফোন দেন আর কেনই বা কথা বলেন না? হ্যা?(মেহেদী)  এক সাথে এত উত্তর দেবো কিভাবে? বলুন আচ্ছা বলুন কে আপনি? আমি কে সেটা জেনে আপনি কি করবেন? কথা বলছি অথচ নাম জানতে চাইব না? আজব! কেন নাম না বললে কথ...

অসমাপ্ত গল্প

Image
গল্পঃ অসমাপ্ত গল্প ছেলেটি একি ভাবে কথা বলেই যাচ্ছে মেয়েটির দিকে। আর মেয়েটি শুনছে। -আজকে একটু দেরিতে ফিরবো। একটা মিটিং আছে। তবে তুমি চিন্তা করো না খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। প্লিজ তুমি রাগ করোনা (মেহেদী) ছেলেটি কথা বলেই যাচ্ছে। আর মেয়েটি চুপ করে শুনছে।কথা বলতে চায় কিন্তু পারে না। তবে মেয়েটি এখন ছবি হয়ে আছে।তারপরেও যেন সে কথা বলতে চায়। মেয়েটির সাথে রিলেশন শুরু হয়েছিলো ৫ বছর আগে।মেহেদী এখনও বিয়ে করেনি। তবে সে মেয়েটিকে খুব ভালোবাসে এখনো। সে এখন একটা প্রাইভেট কম্পানিতে জব করে। ভালোই আছে।   . ঠিক ৫ বছর আগের কথা। মেহেদীও সাধারণ ভাবে জীবনযাপন করতো।  . ছেলেটি একা একা থাকে প্রতিটি মুহূর্ত। সাদা সিধেএকটা ছেলে। অনেকটা লাজুক। ডিপ্লোমায় পড়তো । বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে কিন্তু সবসময় থাকতে পারে না কারনতার বাসা কলেজ থেকে অনেক দূরে তাই সময় করে ক্লাসটাইম ছাড়া খুব একটা আড্ডা দেয়না। তবে মাঝে মাঝেএকটা ভালো বন্ধুর সাথে দেখা করে নাফিজ ওই ওর কলেজের বেস্ট ফ্রেন্ড। . আর বাড়িতে গেলে তার আরেকটা বেস্ট ফ্রেন্ড এর সাথে থাকে নাম ইমরান। ওদের কখনো আলাদা দেখা যায় না যখন গ্রামে থাকে। য...

ছোট্ট রাফিদের হারিয়ে যাওয়ার গল্প

Image
ছোট্ট রাফিদের হারিয়ে যাওয়ার গল্প যাত্রী ছাউনিতে বসে আছি। পরের বাস আসার জন্য।প্রথম টা মিস করেছি তাই এই অবস্থা।অবশ্য মিস করার কারন আছে।যে ভিড় তাতে পরবর্তীটায় যেতে পারি কিনা তাতে সন্দেহ আছে। . যাই হোক চেষ্টা করবই ইনশাল্লাহ যাতে পরেরটায় যেতে পারি।বাসস্টান্ডে সকালে নাকি আবার একটা সরক দূর্ঘটনা হয়েছিলো। সেখানে প্রচুর রক্ত ছিলো আর একটা বিস্রি দূর্গন্ধ আসছে। পেটের ভেতরটা যেন মোচর দিয়ে উঠছে।যাই হোক অপেক্ষা চলছে কিন্তু সময় যেন যেতেই চাচ্ছে না। ফোন টা বের করে টিপাটিপি শুরু করলাম। সময় রাত ৯ টা, বাড়ি যাচ্ছি কলেজ বন্ধ তাই। অন্য কিছু মিস হলেও কলেজ বন্ধ থাকলে বাড়ি যাওয়া মিস হয়না। . বাস আসবে মনে হয় ২ বা ৩ মিনিট পর। হঠাৎ কান্নার শব্দ শুনতে পেলাম একটি মেয়ের। একটু অবাক হলাম। এদিক ওদিক তাকিয়ে একসময় চোখ পড়লো কয়েকজন লোকের ভিড়ের দিকে। হয়ত সেখান থেকেই আসছে শব্দটা। এগিয়ে গেলাম বিষয় টা দেখার জন্য,, . সেখানে গিয়ে আরো একটু বেশি অবাক হলাম। ভয়েস টা মেয়েলি হলেও ছিল একটি ছেলের।গায়ের রঙ ফরসা। চুল গুলো বড় বড়। গায়ে একটা টিশার্ট, একটি হাফ প্যান্ট।,পা খালি। বয়স আনুমানিক ৫ এর মত। যদিও লোক দেখে বয়স বোঝ...