
অভিমানী মেয়েটি... এই রিকশা যাবে? ডাক দিলো মেহেদী। বৃষ্টি হচ্ছে প্রচন্ড তার পরে আবার বাজ পড়ছে।অন্য রকম একটা মূহূর্ত ভালোই লাগছে তার বৃষ্টির মধ্যে রিকশায় চড়তে। কল্পনা বিলাসী একটা সরল ছেলে মেহেদী। মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে সে । বুকে হাজার স্বপ্ন নিয়ে এসেছে এই ঢাকায়। ঢাকা ভার্সিটিতে পড়ে সে আড্ডা দেয় খুব কম। নেশা করে না, কারো সাথে খারাপ ব্যাবহার করে না। যাই হোক বাসায় পৌছালে ভাড়া দিয়ে ঢুকে পড়ল। . রাতে অচেনা একটা নাম্বার থেকে ফোন আসল রিসিভ করে হ্যালো হ্যালো করছে কিন্তু কোন শব্দ নেই। রাগ হয়ে কেটে দিল সে। ১ সপ্তাহ ধরে ওই নাম্বার থেকে ফোন আসে কিন্তু কেউ কথা বলে না। পরের দিন ক্লাস এ গেল ক্লাস করে ফ্রেন্ড দের সাথে কিছুক্ষন গল্প করার পর বাসায় চলে আসল। . আজকে আবার সে নাম্বার থেকে ফোন আসল রিসিভ করেই প্রশ্ন হ্যালো আপনি কি কথা বলতে জানেন না? হ্যা জানি। (ফিমেইল ভয়েস) কে আপনি? আর কেনই বা ফোন দেন আর কেনই বা কথা বলেন না? হ্যা?(মেহেদী) এক সাথে এত উত্তর দেবো কিভাবে? বলুন আচ্ছা বলুন কে আপনি? আমি কে সেটা জেনে আপনি কি করবেন? কথা বলছি অথচ নাম জানতে চাইব না? আজব! কেন নাম না বললে কথ...