Posts

Showing posts from June, 2018

গল্পঃ সাদা পরী।

Image
গল্পঃ সাদা পরী পর্ব নংঃ ১ . সবে মাত্র ডিপ্লোমা কমপ্লিট করলাম। ইন্টার্নি ও শেষ করলাম। আপাতত তেমন কিছুই করছিনা। বাইক নিয়ে রাস্তা মাপি আরকি। অনেক দিন হয়ে গেলো বি এস সি টা করা দরকার। কিন্তু বাংলাদেশে করার ইচ্ছে নেই। তাই বাহিরে করার ইচ্ছে। আমার ইচ্ছে ছিলো নিউজিল্যান্ড যাওয়ার কিন্তু অনেকদিন ছিলাম বসে টুকটাক কাজ করতাম শিপইয়ার্ড এ। শেষমেশ ঠিক করে।ফেললাম। নেট এ একটা ভালো কলেজ সিলেক্ট করলাম আর সেটা নিউজিল্যান্ড এই। বাসা থেকে বের হলাম বিদায় নিলাম। আ ব্বু আমার সাথে এয়ারপোর্ট এ এসেছিলেন এগিয়ে দিতে। রাত ৯ টায় ফ্লাইট। ফ্লাইটের কিছুক্ষন আগেই আব্বুকে বিদায় জানিয়ে ভিতরে গেলাম।প্লেন তখনও যাত্রা শুরু করেনি।আম্মুর সাথে কথা বলে নিলাম আমি ঠিক আছি। সন্তানের জন্য বাবা মায়ের চিন্তার অভাব নেই তাই কথা বলে তাকে নিশ্চিন্ত করলাম। তার কিছুক্ষন পরেই যাত্রা শুরু।জীবনের প্রথম প্লেন যাত্রা সজাগ থেকেই কাটিয়ে দিয়েছিলাম। . শেষমেশ পৌছালাম নিউজিল্যান্ড এর ওয়েলিংটন এয়ার পোর্টে। সেখানে বের হতেই একজন আমাকে মেহেদী বলে ডাক দিলো তাকাতেই দেখলাম একজন লোক মোটামুটি বয়স ৪৫+ হবে। উনি বাংলাদেশী না নিউজিল্যান্ড এর বুঝতেই পারছিলাম না চ...